1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৮৭ জন নিয়োগ দেবে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ - Nadibandar.com
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫১৩ বার পঠিত

১৭ ধরনের পদে মোট ৮৭ জন নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। আবেদন করতে হবে অনলাইনে (http://jobsbiwta.gov.bd) ২০ থেকে ৩১ মে ২০২২ তারিখের মধ্যে।

সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে লস্কর পদে (৪১ জন)। ডিইপিটিসি থেকে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই লস্কর পদে আবেদন করা যাবে।

বিজ্ঞাপন

পদের তালিকা ও বয়সমীমা :
১. কনিষ্ঠ সহকারী নৌ-সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক/থার্ড অফিসার-২টি
বয়সসীমা : ২১-৪০ বছর।
২. সহকারী ইকো-সাউন্ডার প্রকৌশলী/সহকারী যন্ত্রায়ন প্রকৌশলী/সহকারী টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার-১টি
বয়সসীমা : ২১-৩৫ বছর।
৩. নদী জরিপকারী-১টি
বয়সসীমা : ২১-৩৫ বছর।
৪. সহকারী পরিচালক (মানব সম্পদ), সহকারী পরিচালক (ওএন্ডএন), সহকারী পরিচালক (যানবাহন), সহকারী পরিচালক (সমন্বয়),
সহকারী পরিচালক (প্রশাসন), প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক (শ্রম ও কল্যাণ), নৌকর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক (নৌ ও ক্রয়), সহকারী পরিচালক (বন্দর), সহকারী পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক), সহকারী পরিচালক (বৈদেশিক পরিবহন), সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড এ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা – ২টি।
বয়সসীমা : ২১-৩০ বছর।
৫. সহকারী পরিচালক (মেরিন সেফটি)-১টি।
বয়সসীমা : ২১-৩০ বছর।

৬. প্রশিক্ষণ (ডেক), ডিইপিটিসি-৩টি।
বয়সসীমা : ২১-৩৫ বছর।
৭. কনিষ্ঠ নদী জরিপকারী-৩টি।
বয়সসীমা : ২১-৩০ বছর।
৮. তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী-১৩টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
৯. সহকারী ও কোষাধক্ষ-১টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১০. ওয়েল্ডার-২টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।

১১. নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক/তৎসম-১টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১২. ড্রাইভার-২টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১৩. গ্রিজার-৬টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১৪. লস্কর-৪১টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১৫. তোপাষ-১টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।

১৬. অফিস সহায়ক-৪টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।
১৭. ঝাড়ুদার/পরিচ্ছন্নতা কর্মী-৩টি।
বয়সসীমা : ১৮-৩০ বছর।

বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com