ভারতে পাচারের হওয়া পাঁচ তরুণী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
শনিবার (২১ মে) সন্ধ্যায় এ পাঁচ তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রাজু বলেন, ভারতে পাচার হওয়া পাঁচ তরুণী প্রায় দেড় বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে পাঁচ তরুণীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।’
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর রোকেয়া পারভিন জানান, ফেরত আসা তরুণীদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের বেঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসায় কাজ করতেন তারা। কাজের সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি সেফ কাস্টডিতে ছিলেন।
নদী বন্দর/এবি