চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ সদ্যগঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ও পল্টন মোড়ে পৃথক বিক্ষোভ সমাবেশ করে তারা এই প্রতিবাদ জানান।
পল্টনের সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব বাবলু ভাই, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।
অন্যদিকে প্রেস ক্লাবে জোনায়েদ সাকির সহধর্মিণী অধিকারকর্মী তাসলিমা আখতারের নেতৃত্বে গণসংহতি আন্দোলনের নেতারা বিক্ষোভ করেন।
সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশটাকে এই সরকার ও তার নেতাকর্মীরা এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়, যেন মানুষকে তারা আগুনে পুড়িয়ে মারবে, বিনা বেতনে মারবে। কিন্তু কেউ যদি আগুনে পোড়া মানুষকে দেখতে যায়, তাহলে তাদের ওপর আক্রমণ করবে। বেতন চাইলে তাকে পুলিশ দিয়ে মারবে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের আশপাশ এলাকা ও পল্টন মোড় প্রদক্ষিণ করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
নদী বন্দর/এসএফ