লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। যদিও বিপৎসীমা থেকে রয়েছে দূরে। তারপরও খুলে দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সব গেট। আর সতর্ক অবস্থায় সব প্রস্তুতি নিয়ে আছে পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, প্রতি বছর জুনে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পায়। ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারেজে পানি বেড়ে যাওয়ায় এমনটি হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবারও পানি বাড়তে দেখা গেছে। যদিও এখনো জেলার তিস্তা নদীর পানি এখন বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে।
আজ বিকেলে ৩টায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
‘তিস্তা নদীর পানিপ্রবাহ কিছুটা বেড়েছে’ উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া’র নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, ‘প্রতি বছর জুন মাসে একটি বন্যা দেখা দেয়। তাই তিস্তাপাড়ের মানুষকে সর্তক থাকার পাশাপাশি আমরাও প্রস্তুত আছি।’
নদী বন্দর/এসএফ