1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কাল থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন - Nadibandar.com
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯৭ বার পঠিত

আগামীকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে যাত্রা শুরু করছে সূলভমূল্যে আম, কাঁচামাল ও পার্সেলবাহী (রেলওয়ে আইনে পার্সেল হিসেবে গণ্য) বিশেষ ট্রেন সার্ভিস ম্যাংগো স্পেশাল। সোমবার (১৩ জুন) টানা তৃতীয় মৌসুমের মতো এ ট্রেন সার্ভিস উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। প্রতিটি ৪৩ টনের ৫ ওয়াগনের ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সদর-রাজশাহী-ঢাকা রুটে নিয়মিত যাতায়াত করবে।

ট্রেন সার্ভিস চালুর বিষয়টিকে আমচাষি, ব্যবসায়ী, বাগানি, উদ্যোক্তাসহ প্রায় সকলেই স্বাগত জানালেও মৌসুম শুরুর তিন সপ্তাহ পর সার্ভিস চালু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সবাই। তাঁদের বক্তব্য, চলতি মৌসুমে এ অঞ্চলে আম উৎপাদন ইদানীংকালের মধ্যে সবচেয়ে কম। বিশেষ করে আমের রাজ্য চাঁপাইনববাবগঞ্জে রেকর্ড পরিমাণ ফলন বিপর্যয়ের মুখে ট্রেন সার্ভিসটি এত দেরিতে শুরু করায় আশানরূপ সেবা দিতে ব্যর্থ হতে পারে। ট্রেনটি মধ্য মের পরপরই চালু করলে পূর্ণ সুবিধে পাওয়া যেত বলে মনে করেন তাঁরা।

টেনটি যেসব স্টেশন থেকে মাল পরিবহন করবে সেগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নাচোল, নেজামপুর, আমনুরা জংশন, আমনুরা বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ সদর, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর।

ট্রেনটি রহনপুর ছাড়বে বিকাল ৪টা, চাঁপাাইনবাবগঞ্জ ছাড়বে সন্ধ্যা ৬টা ও রাজশাহী ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭টায়। ট্রেনটি রাত্রি দেড়টায় ঢাকা পৌঁছাবে বলে জানান স্টেশন সহকারী মাস্টার ওবাইদুল্লাহ।

রহনপুর স্টেশন মাস্টার মীর্জা কামরুল হক বলেন, ট্রেন উদ্বোধনের সকল প্রস্তুতি চূড়ান্ত। সপ্তাহের প্রতিদিনই ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি চালুর সিদ্ধান্ত গত সপ্তাহে রেলওয়ে কন্ট্রোল রুম থেকে তাদের নিশ্চিত করা হয়।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com