বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে প্রমাণিত হয়েছে দুর্নীতি সব জায়গায় চেপে বসেছে।
রোববার (১০ জানুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একজন বর্তমান মেয়র, আরেকজন সাবেক মেয়র। বর্তমান মেয়র বলছেন সাবেক মেয়র দুর্নীতি করেছে, সাবেক মেয়র বলছে বর্তমান মেয়র দুর্নীতি করেছে। এর মাধ্যমে বর্তমান সরকারের দুর্নীতির যে চিত্র তাই প্রকাশিত হয়েছে।’
এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জগঠন ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।
এছাড়া ২০০৭ সালের ১১ জানুয়ারির দিনটিকে ভয়ংকর কালো দিবস উল্লেখ করে এ বছরের ১১ জানুয়ারি (সোমবার) ভার্চুয়াল আলোচনার সভার ঘোষণা দেন মির্জা ফখরুল।
নদী বন্দর / এমকে