স্বাস্থ্য খাতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ৩৫ লাখ টাকা করে অনুদান পেয়েছেন ১০ নারী বিজ্ঞানী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সনদ ও অনুদানে চেক তুলে দিয়েছেন। এর মধ্যে পাঁচজন আইসিডিডিআরবির ও বাকি পাঁচজন সারাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের।
মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) -এ মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য গবেষণা অনুদান ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদায় গবেষণার বিষয়ে তাগিদ দেন। তিনি চিকিৎসা গবেষণাকে বিশেষ গুরুত্ব দেন। আজকে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১০ জন নারী বিজ্ঞানীকে সম্মানিত করা হয়েছে। এটি প্রমাণ করে নারীর ক্ষমতায়নে আমরা অনেক এগিয়ে গেছি। চিকিৎসা খাতে মোট শিক্ষার্থীর ৭৫ ভাগই নারী। আমরা চাই তারা আরও এগিয়ে যাক। সব ক্ষেত্রে তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিনিয়ত স্বাস্থ্যের বিষয়গুলো আপগ্রেড হচ্ছে। তাই আমাদেরও নিয়মিত আপডেট থাকতে হবে। এক্ষেত্রে গবেষণা আমাদের আপডেট রাখতে পারে। যেমন, দেশে এক সময় সংক্রামক রোগের ব্যাপক বিস্তৃতি ছিল। ডায়রিয়া, কলেরায় গ্রামের পর গ্রাম খালি হয়ে যেতো। কিন্তু এখন এসব নিয়ন্ত্রণে আমরা বহুলাংশেই সফল। আইসিডিডিআরবি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইসিডিডিআরবির গবেষণা আমাদের এসব রোগের বিরুদ্ধে কাজ করতে সহায়তা করেছে।
আইসিডিডিআরবির পরিচালক (মাতৃত্ব ও শিশু) ডা. শামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদেরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।
নদী বন্দর/এসএফ