উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে নেত্রকোনার কেন্দুয়ার হাওড় এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এরই মধ্যে উপজেলার ১০ গ্রামসহ মহুরিয়া গুচ্ছগ্রামের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ।
শনিবার সরেজমিনে দেখা গেছে, প্রবল বর্ষণে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের তেলিপাড়া, মামুদপুর, চারিতলা, হারলিয়া, নয়াপাড়া, চৌকিদারা, মুহুরিয়া, বড়তলা গ্রামের গুচ্ছগ্রাম, মোজাফরপুর গ্রামের বিভিন্ন অংশ ও গগডা গ্রামের দক্ষিণ অংশ পানিতে ডুবে গেছে। হাওড়সংলগ্ন সব রাস্তা ও প্রাইমারি স্কুল পানিতে তলিয়ে গেছে। গুচ্ছগ্রামের ২৩টি পরিবারের অবস্থা নাজুক। তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এছাড়া বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে গেছে। গবাদিপশুর আশ্রয় ও খাদ্য সংকট দেখা দিয়েছে।
মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ গ্রাম, হাওড় অঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এসব এলাকার বাড়িঘর, স্কুল ও গুচ্ছগ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
নদী বন্দর/এসএফ