দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ফসলহানিসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে স্বল্প সুদে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার বিশেষ পুনরর্থায়ন তহবিলের অব্যবহৃত স্থিতির ন্যূনতম ৪০ শতাংশ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ হিসেবে দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বন্যাকবলিত এলাকা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে বন্যাকবলিত শেরপুর, জামালপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চিহ্নিত জেলাগুলোর জন্য এ ঋণ প্রযোজ্য হবে।
নদী বন্দর/এমকে