তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একটা বড় অংশের ওপর দিয়ে। ফলে বেশ কিছু শহরকে চলতি গ্রীষ্মে অপ্রত্যাশিত গরমের মুখে পড়তে হয়েছে।
চীনের অন্তত ৮৬টি শহরে তাপ সংক্রান্ত সতর্কতা জারি করতে হয়েছে। সাংহাইয়ে কর্তৃপক্ষ শহরবাসীকে অস্বাভাবিক গরমের জন্য প্রস্তুত থাকতে বলেছে।
সাংহাইয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সী ওয়াং ইং বলেছেন, জুলাইয়ের জন্য এটা খুব বেশি গরম। সারাটাদিন আমার এয়ার কন্ডিশন চালু আছে, আমি বাইরে, এমনকি বারান্দায় যাওয়ারও সাহস করছি না। এই সপ্তাহটা আমি বাসা থেকেই অফিস করব।
অসহনীয় এ তাপমাত্রার জন্য বয়স্কদের বিশেষভাবে সতর্ক করছে চীনের বেশ কিছু শহর। চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবোর নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেইথ চ্যান বলেছেন, যারা চীনের জলবায়ুর খবর রাখেন, তাদের কাছে আবহাওয়ার এ ধরনের আচরণ একেবারে নতুন কিছু নয়। গত বছর চীনে ব্যাপক বন্যা হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, কলোরাডো, ওকলাহোমা, আরকানসাসসহ কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ইউরোপের মধ্যে স্পেন দ্বিতীয় দফায় তাপপ্রবাহের মুখে পড়েছে। স্পেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো কোনো শহরে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পর্তুগালের তাপমাত্রা কিছুটা নেমে এলেও আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
নদী বন্দর/এসএফ