বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রাবাহী বিআরটিসি বাসের সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহতরা সবাই মাহেন্দ্রার যাত্রী ছিলেন। আজ বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী আর তিনজন পুরুষ বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।
লাশ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল। একই সময় একটি মাহেন্দ্রা যাত্রী নিয়ে পায়রা সেতুর দিকে যাচ্ছি। পথিমধ্যে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।
বাংলা৭১নিউজ/এসএইচ