খুলনার পাইকগাছায় শহর রক্ষার নামে নদীর মধ্যখান দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। সরকারের অনুমতি ছাড়াই নদীর কুলে বাঁধ না দিয়ে অপরিকল্পিতভাবে শিবসা ব্রিজ থেকে থানা পর্যন্ত ৯০০ মিটার নদীর মধ্যখান দিয়ে বাঁধ গড়ে তোলা হয়। এতে শিবসা নদীর ভরাট অংশ দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে নদীর বিশাল অংশ খণ্ড খণ্ড আকারে দখল হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, শিবসা ব্রিজ থেকে হাড়িয়া নদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ভরাট হয়ে গেছে। ভাটার সময় কোথাও পানি থাকে না। এ সুযোগে নদীর দুই ধার দিয়ে ইতিমধ্যে বিশাল এলাকা দখল হয়ে গেছে।
পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল বলেন, সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে শহর রক্ষা বাঁধ দেওয়ার নামে নদী দখল করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু বলেন, এটা সাময়িক বাঁধ। জমি দখলের কথা স্বীকার করে তিনি বলেন, তাদের নিষেধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি শুনেছি। অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
নদী বন্দর/এসএস