1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সুবর্ণচরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭২ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অন্তত অর্ধশতাধিক অবৈধ দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উচ্ছেদকৃত ব্যক্তিদের একাধিকবার নোটিশ করার পরও সরকারি জায়গা থেকে স্থাপনা উঠিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগিতা করেন চরজব্বার থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে ভূইয়ারহাটে সরকারি খাস জমি দখল করে অন্তত ১৫ জন দখলদার প্রায় অর্ধশতাধিক দোকান-পাট নির্মাণ করে। এসব স্থাপনা অপসারণ করে সরকারি জমি খালি করার জন্য একাধিকবার তাদের নোটিশ করা হয়। 

সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে পুনরায় দখলদারদের নোটিশ করার পরও তারা স্থাপনাগুলো না সরানোর কারনে এ অভিযান চালানো হয়েছে। উপজেলায় সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com