চার বছরের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার প্রতিবাদে লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের অবরোধ কতে বিক্ষোভ করে তারা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়।
পরে শিক্ষার্থীদের পাঁচজনের একটি দল জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।
দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী ইয়াসিন আরাফাত হৃদয়, মনির হোসেন, জয়দেব নাথ, জাহিদুল ইসলাম শরীফ, ইয়াছিন কবির চয়ন ও নুসরাত জাহান নাবা।
শিক্ষার্থীরা বলেন, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি চার বছরের কোর্সকে ৩ বছর করবেন বলে মন্তব্য করেছেন। তার মন্তব্য অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবে না। প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করা সম্ভব হবে না। এতে চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবে।
নদী বন্দর/এসএইচ