জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে এসে পৌঁছেন। এ সময় সেখানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুই দিনের পুলিশ প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
তৃতীয় এই সম্মেলনে বাংলাদেশের পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ যোগ দেবেন। স্থানীয় সময় মঙ্গলবার আইজিপির নিউ ইয়র্কে পৌঁছার কথা রয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজি এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দার, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ দলের অনেক নেতাকর্মী।
পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দলের সদস্যরা হলেন- আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।
নদী বন্দর/এসএইচ