উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পান প্রবাহ রেকর্ড করা হয়।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পানি আরও বৃদ্ধি পেতে পারে।’
এদিকে, তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যা ও ভাঙনের আশঙ্কা করছেন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার প্রায় ৫০ হাজার পরিবার। এরই মধ্যে নিম্নাঞ্চলের কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।
নদী বন্দর/এসএইচ