বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা গেছে।
আমজাদ হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য, তিনবার সৈয়দপুর পৌর মেয়র ও একবার উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ভোট গ্রহণের দুদিন আগে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নির্বাচনী এলাকায়।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ, সাধারণ কাউন্সিলর পদে ৮৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
নদী বন্দর / এমকে