মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাগেরহাটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলাটিতে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
সকালে বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ পরিবহন কাউন্টার বন্ধ। বাগেরহাট থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যাচ্ছে না। কোনো বাসও আসছে না। এদিকে যাত্রীরা এসে বাস না পেয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন।
খুলনাগামী যাত্রী মো. বেলাল হোসেন জানান, খুলনায় তার এক আত্মীয় হাসপাতালে। তাকে দেখতে যাওয়ার জন্য সকালে বের হয়ে স্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়েছি।
মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শনিবার (২২ অক্টোবর) বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলক বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নদী বন্দর/এসএইচ