বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩নং সতর্ক সংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। তাই আমরা জাহাজ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
নদী বন্দর/এসএইচ