1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আয় বেড়েছে রবির - Nadibandar.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পঠিত

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোবাইলফোন অপারেটর রবির মোট আয় হয়েছে ২ হাজার ২০৭ দশমিক ৪ কোটি টাকা। গত প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রবির আয় বেড়েছে ৬ শতাংশ। এছাড়া গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। এর আগের প্রান্তিকের তুলনায় ডাটা সেবা থেকে আয় বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

শনিবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের গত প্রান্তিক (এপ্রিল-জুন) থেকে ৪ দশমিক ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধির মাধ্যমে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক অগ্রগতির ধারা ধরে রেখেছে রবি। যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি। চলতি প্রান্তিকে কর পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ২৯ দশমিক ২ কোটি টাকায়।

তৃতীয় প্রান্তিকসহ চলতি বছরের প্রথম নয় মাসে রবির আয় ৬ হাজার ৩৩১ দশমিক ৭ কোটি টাকা। এসময় কর পরবর্তী মুনাফা ৫৬ দশমিক ৯ কোটি টাকায় পৌঁছেছে।

২০২২ সালের তৃতীয় প্রান্তিক শেষে রবির মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৪ লাখে, গত প্রান্তিকের তুলনায় যা শূন্য দশমিক ৩ শতাংশ কম। নতুন গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট মান অনুসরণ করায় গ্রাহক বৃদ্ধির হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় গ্রাহকের সংখ্যা ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
আলোচ্য সময়ের তুলনায় ডাটা গ্রাহক সংখ্যা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১১ লাখে পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ।

মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ফোরজি সেবায় অগ্রণী অবস্থান বজায় রেখেছে রবি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৫ শতাংশ। এদের মধ্যে ৬৭ দশমিক ৩ শতাংশ ফোরজি প্রযুক্তি ব্যবহার করেন। ১৫ হাজার ২১৯টি ফোরজি সাইটের মাধ্যমে দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনগণকে ফোরজি সেবার আওতায় এনেছে রবি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মোট ফোরজি গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৬ লাখ। গত প্রান্তিকের তুলনায় যা ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার ২৩ দশমিক ২ শতাংশ।

এ বছরের তৃতীয় প্রান্তিকে রবির প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ৫ দশমিক ৭ জিবি ডাটা ব্যবহার করেছেন। গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ৩৪ দশমিক ২ শতাংশ বেশি।

গত প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এ বছরের তৃতীয় প্রান্তিকে ৪৩ দশমিক ৯ শতাংশ মার্জিনসহ ইবিআইটিডিএ’র পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৯ দশমিক ৮ কোটি টাকায়। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ইবিআইটিডিএ বৃদ্ধির হার ১২ দশমিক ৬ শতাংশ। গত প্রান্তিকের তুলনায় ইবিআইটিডিএ মার্জিন কমেছে ২ শতাংশ পয়েন্ট। তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট বেশি।

টলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক শূন্য ৬ টাকা। প্রথম নয় মাসে এটি শূন্য দশমিক ১১ টাকা।

রবি এ বছরের তৃতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে জমা দিয়েছে এক হাজার ১২ দশমিক ২ কোটি টাকা। যা ওই প্রান্তিকের মোট আয়ের ৪৫ দশমিক ৯ শতাংশ। একই প্রান্তিকে মূলধনী বিনিয়োগের পরিমাণ ৫৫৫ দশমিক ৫ কোটি টাকা।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, বাজারে আমাদের প্রবৃদ্ধির হারে আমরা আশান্বিত। তবে বড় অঙ্কের মূলধনী বিনিয়োগের ফলে মুনাফার হার আশানুরূপ হচ্ছে না। টেকসই মূলধনী বিনিয়োগের কারণে উচ্চ ডেপ্রিসিয়েশন ও অ্যামের্টাইজেশন ব্যয় মুনাফার পরিমাণ সীমিত করে দিচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই মুনাফা অর্জন নিশ্চিত করতে এই কর্মকৌশলের কোনো বিকল্প নেই। তবে এই দীর্ঘ যাত্রা শেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমি আমাদের শেয়ারহোল্ডারদের অনুরোধ করবো এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য।

টেলিযোগাযোগ শিল্পে রবির প্রতিযোগিতামূলক অবস্থান সম্পর্কে রিয়াজ বলেন, সেবার মান এবং নেটওয়ার্ক কভারেজের বিবেচনায় গ্রাহকদের সেরা সেবা দিচ্ছে রবি। স্বভাবতই গ্রাহকরা প্রতিনিয়ত আমাদের দিকে ঝুঁকছেন। যারা প্রতিফলন হচ্ছে আমাদের মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি ব্যবহারকারী।

জানা যায়, রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ। ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ১১ লাখ। যা রবির মোট গ্রাহকের ৭৫ দশমিক ৫ শতাংশ। এটি মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ। রবির মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৭ দশমিক ৩ শতাংশ ফোরজি প্রযুক্তি ব্যবহার করেন। এ খাতে মোট আয়ের পরিমাণ ২ হাজার ২০৭ দশমিক ৪ কোটি টাকা। ৪৩ দশমিক ৯ শতাংশ মার্জিনসহ কর, ডেপ্রিসিয়েশন ও অ্যামর্টাইজেশনের (ইবিআইটিডিএ) আগে আয়ের পরিমাণ ৯৬৯ দশমিক ৮ কোটি টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক শূন্য ৬ টাকা। মূলধনী বিনিয়োগ ৫৫৫ দশমিক ৫ কোটি টাকা। কর পরবর্তী মুনাফা (পিএটি) ২৯ দশমিক ২ কোটি টাকা। রাষ্ট্রীয় কোষাগারে জমা এক হাজার ১২ দশমিক ২ কোটি টাকা, যা রবির ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে মোট আয়ের ৪৫ দশমিক ৯ শতাংশ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com