1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হানিফকে শিক্ষা নিতে বললেন কাদের মির্জা - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৯৪ বার পঠিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হানিফ সাহেব আপনি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচন থেকে শিক্ষা নেন।’

তিনি বলেন, ‘আমি ভয়কে জয় করেছি আমাদের নেতা ওবায়দুল কাদেরের সহযোগিতায়। আমার বিজয়টা আমার কাজের ফসল। অপরাজনীতির বিরুদ্ধে আমি জাতীয় নেতাদেরকে জানিয়েছি, অপেক্ষা করছি দেখি, উনারা কী করেন। না হয় পরে আমি সব প্রকাশ করবো।’

রোববার (১৭ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের মির্জা।   

নবনির্বাচিত এই পৌর মেয়র বলেন, আমাদের নেতারা বড় নেতাদের তেল মারে। তাদের এলাকা ও জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। এলাকার সাথে কোনো যোগাযোগ নেই। এরা ভোটের সময় আসলে কিছু কিছু নেতারে টাকা-পয়সা দিয়ে নমিনেশনটা নেত্রীকে সুপারিশ করে নেয়। এরা নমিনেশন নিয়ে আর এলাকার সাথে কোনো সম্পর্ক রাখে না। তারা এলাকার কোন কর্মকাণ্ডের সাথে থাকে না, উন্নয়নের সাথে থাকে না, কোনটার সাথেই নেই। আর অনেক এমপি আছে, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না। শত ভাগ না পারলেও, অন্তত ৭০ভাগ থেকে ৮০ ভাগ যদি প্রতিশ্রুতি তারা রক্ষা করতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে নির্বাচনগুলো হচ্ছে সব নির্বাচনগুলোতে জয়ী হত।’ 

তিনি বলেন,‘আজ দাগনভুইয়া ও বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে তা দুঃখজনক। আর এ পরিবর্তনগুলো কে আনবে? খালেদা জিয়া এখন সরকারের সাথে সমঝোতা করে বাসায় শুয়ে আছে। ছেলে (তারেক রহমান) হলো দুর্নীতিবাজ। বাংলাদেশে আসলেও তার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। আর জামায়াতি ইসলাম আছে, তাদের কোন রেজিষ্ট্রেশন নাই। জামায়াত হলো কোল বালিশ। তাদের কোল বালিশ হিসেবে আরও ৫০ বছর থাকতে হবে। তাদের ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই। তারা এ পরিবর্তন আনতে পারবে না। এ পরিবর্তন আনতে পারবে একমাত্র বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সেই সৎ সাহস আছে। সে প্রতিশ্রুতি নিয়ে কাজ করে।’
 
এক প্রশ্নের জবাবে কাদের মির্জা বলেন, ‘বৃহত্তর নোয়াখালীতে ৩-৪টা আসন। আমাদের এ আসন ওবায়দুল কাদের সাহেবের উন্নয়ন এবং উনার নীতি নৈতিকতার কারণে এখানে আগের চাইতে জন-সমর্থন অনেক বেড়েছে, উনি এখানে নির্বাচিত হবেন। হাতিয়াতে আমাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি ভালো। সেখানেও অপরাজনীতি আছে আমি অস্বীকার করবো না। সেখানে যে খুনা-খুনি রাজনীতি এটাও আমরা ঘৃণা করি। বেগমগঞ্জের আসনটা বর্তমান এমপি সাহেব মোটামুটি ভালো চালাচ্ছে।  চাটখিল-সোনাইমুড়ী আসনে ইব্রাহীম সাহেব অনেক ভালো চালাচ্ছেন। যতটুকু তথ্য আমি নিয়েছি, এর বাইরে বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হয় আর একটাতেও আওয়ামী লীগ জয় পাবে না।’

‘এসব আসনে নির্বাচিত হলে, তারা যে অপকর্ম করে, এগুলো থেকে সরে আসতে হবে। টেন্ডার বাণিজ্য, চাকুরি বাণিজ্য থেকে শুরু করে সরকারী কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করা সহ যত অপকর্ম তারা করে এগুলো তারা ভালোভাবে জানে, এগুলো বন্ধ করতে হবে।’ যোগ করেন তিনি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com