কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। রোববার (১১ ডিসেম্বর) চারবারের এই বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন।
উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রী। হিমাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শনিবার সন্ধ্যায় দলীয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি করেন সুখবিন্দর সিং। ছাত্র থাকাকালীন রাজনীতিতে পা রাখেন তিনি। চারবারের বিধায়ক তিনি। এবার মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন ঝানু এই রাজনীতিক।
৫৮ বছর বয়সী সুখবিন্দর সিংয়ের বাবা ছিলেন রোড ট্রান্সপোর্টের ড্রাইভার। প্রথম জীবনে দুধের কাউন্টারও চালাতেন সুখবিন্দর। ২০১৩ সাল থেকে ২০১৯ টানা দলের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সময় প্রায়ই বীরভদ্র সিংয়ের সঙ্গে তার দ্বন্দ্বের কথা প্রকাশ পেত।
নাদাউনের বিধায়ক এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত সুখবিন্দর এবার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। দলের লোকজন বলছে, এবার প্রথম থেকেই হাইকমান্ডের গুডবুকে ছিলেন তিনি। দলের কর্মীদের সঙ্গেও ভালো সম্পর্ক তার।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
নদী বন্দর/এসএইচ