রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় চালু হতে যাচ্ছে আরো দুটি নতুন রুট। ২৪ ও ২৫ নম্বর রুট দুটির আলাদা যাত্রাপথে ঘাটারচর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলবে নগর পরিবহন। ২০২৩ সালের এপ্রিল থেকে নতুন এই রুট দুটি চালু হবে।
আজ মঙ্গলবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, ২৪ নম্বর রুট ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশী হয়ে আবদুল্লাহপুর যাবে। আর ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর যাবে। ‘
২৪ নম্বর রুট হলো ঘাটারচর, বসিলা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিশুমেলা, আগারগাঁও, মিরপুর ১০ হয়ে কালশী ফ্লাইওভার হয়ে এয়ারপোর্ট, জসীমউদ্দীন, আব্দুল্লাহপুর (সাময়িক) এবং ২৫ নম্বর রুট হলো ঘাটারচর, বসিলা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ দিয়ে খামারবাড়ি হয়ে বিজয় সরণি দিয়ে বের হয়ে জাহাঙ্গীর গেট, শাহীন স্কুল, মহাখালী (নিচ দিয়ে, ফ্লাইওভার হয়ে নয়), কাকলী, বনানী উড়ালসড়ক হয়ে রিজেন্সি, এয়ারপোর্ট, জসীমউদ্দীন, আব্দুল্লাহপুর (সাময়িক)।
সভা শেষে ফজলে নূর তাপস বলেন, ‘২০২৩ সালের ১ এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না। আমাদের বাস টার্মিনাল আছে কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন বা কার্যকারিতা নেই। আমরা এ বিষয়ে আরো কঠোর হতে চাই। ’
তিনি আরো বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনালটির সংস্কারকাজ চলছে। এর কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে। এপ্রিল মাস থেকে চালু হবে এবং মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সংস্কারের উদ্যোগ নেব। সব উদ্যোগ সম্পন্ন করে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ঢাকা শহরের টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনো বাস কাউন্টার রাখতে দেব না। ঢাকা শহরে যত্রতত্র কোথাও বাস কাউন্টার রাখা হবে না। আমরা দেখি জিগাতলা, কলাবাগান ও খিলগাঁও কাউন্টার। আর যেখানে ইচ্ছা বাস কাউন্টার খুলে বসছে। কাউন্টারগুলো যানজটসহ অনেক সমস্যার সৃষ্টি করে। ’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। অথচ প্রায়ই দেখা যায়, টার্মিনালগুলোর সামনে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ১ এপ্রিল থেকে কোনো বাস রাস্তায় দাঁড়াতে পারবে না। টার্মিনালের বাইরে কোনো বাস দাঁড়ালে ব্যবস্থা নেওয়া হবে। ’
তিনি আরো বলেন, ‘২১, ২২ ও ২৬ নম্বর রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয়, নগর পরিবহন ব্যতীত অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে। ’
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ