১০ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল চালু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রাথমিকভাবে কামিনী নামের একটি ফেরি শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিণাঘাট-শরীয়তপুরের নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। রোববার (১৭ জানুয়ারি) রাত ১টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
জানা গেছে, রাতে মেঘনায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনাঘাটের ম্যানেজার মো. ফয়সাল আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল চালু করা হয়েছে।
নদী বন্দর / এমকে