দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব শহর ডারবানের বিখ্যাত সমুদ্র সৈকতে আকস্মিক ঢেউয়ের (ফ্রেক ওয়েভ) আঘাতে তিন সাঁতারুর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত ১৭ জন আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-ন্যাটাল জরুরি মেডিক্যাল পরিষেবার মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জি জানিয়েছেন, শনিবার বে অব প্লেন্টিতে সাঁতারুরা ঢেউয়ের তোড়ে উত্তাল সাগরে তলিয়ে যায়। এতে তিনজন মারা যান।
তিনি আরো জানান, তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে লাইফগার্ডের ৩৫ জন সদস্য। তাদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দেয়।
সূত্র: আলজাজিরা
নদী বন্দর/এসএম