পৌষের শুরুতেই শীত ও ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিরাজগঞ্জের বিভিন্ন স্থান। গত কয়েকদিন থেকে এ অঞ্চলে কুয়াশা ও শীতের প্রভাব বেড়েছে এবং বেলা ১১টা পযর্ন্ত সূর্যের দেখা মেলছে না। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
এদিকে, ঘনকুয়শা কারণে সিরাজগঞ্জ মহাসড়কে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় পুলিশের দিক নির্দেশনায় যানবাহন সেতু পারাপার হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এছাড়া গরীব ও অসহায় পরিবারগুলো শীত নিবারণ পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় চরম দুর্ভোগ প্রহাতে হচ্ছে এবং বিশেষ করে চর ও দুর্গম অঞ্চলের অসহায় পরিবারগুলো এখন শীতে কাবু হয়ে পড়েছে।
চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ঘনকুয়াশা কারণে রোববার (১৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ-চৌহালী নৌ-রুটে যাত্রীবাহী দুটি নৌকার মুখোমুর্খি সংঘর্ষ হলেও অল্পের জন্য ১১ যাত্রী প্রাণ রক্ষা পায়।
তিনি জানান, সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর বাঁধ ঘাট থেকে যাত্রীবাহী একটি নৌকা চৌহালী আসার পথে যমুনা নদীর বাগচর নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চৌহালীগামী নৌকার ১১ যাত্রী সাঁতরিয়ে প্রাণে রক্ষা পায়।
নদী বন্দর/এসএইচ