ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ইতোমধ্যে যানবাহনসহ মাঝ পদ্মার আটকেপড়া ৬টি ফেরি গন্তব্যে রওনা হয়েছে।
তবে এখনো পণ্যবাহী ট্রাকসহ পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষায় থাকা যাত্রীরা কনকনে শীতে পোহাচ্ছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আহমেদ আলী জানান, কুয়াশার চাদরে পুরো নৌরুট ঢাকা পড়ে। বয়া-বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কিছুটা কমে আসায় সকাল সাড়ে ১০টা থেকে আবার চলাচল শুরু হয়েছে।
নদী বন্দর / জিকে