সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। সরকারি হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সোমালিল্যান্ডের পূর্বাংশের লাসকানুদ এলাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই চলছে।
লাসকানুদ অঞ্চল নিয়ে সোমালিল্যান্ড ও পার্শ্ববর্তী পুন্টল্যান্ডের মধ্যে বিরোধ রয়েছে।
পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল।
চিকিৎসক মোহাম্মদ ফারাহ জানান, কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হাসপাতালে নিহত অনেকের মরদেহ দেখার কথাও জানিয়েছেন তিনি।
বিক্ষোভকারীরা বলছে, সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনী শহরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।
বিক্ষোভকারীদের মুখপাত্র আদান জামাক ওগলে বলেছেন, সোমালিল্যান্ড জোর করে লাসকানুদ দখল করেছে, তারা এর নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। আমরা দাবি করছি, তারা চলে যাক। নিয়মিত বেসামরিক লোকজনের রক্ত মেনে নিতে পারছি না।
এ বিষয়ে রয়টার্স সোমালিল্যান্ড পুলিশের মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তার দিক থেকে সাড়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স।
নদী বন্দর/এসএইচ