বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। যারা আইনের আওতায় আছেন, যারা তারা আবেদন করতে পারবেন তাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। করোনার কারণে তিন বছরের একটা ছাড় আইন অনুযায়ী পাবেন। এখানে আইনের বাইরে যাবার সুযোগ নেই।
আজ সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্যানেল প্রত্যাশীদের নিয়ে আলোচনা শেষে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এখানে অনেকেই মানবিকতার কথা বলেছেন। আমরা তাদের সমস্যার কথা বুঝি কিন্তু আমাদের আইনের বাইরে গিয়ে কিছু করবার সুযোগ নেই। যারা এর বাইরে পরবেন তাদের বলতে চাই আর সুযোগ নেই। তাদের বলব আর সময় নষ্ট না করতে।
বৈঠক সূত্রে জানা গেছে, ৩৫ পেরোনো এসব নিয়োগ প্রত্যাশীদের দায় নেবে না মন্ত্রণালয়। যাদের বয়স ৩৫ হয়নি তারা আবেদন করতে পারবেন। আর করোনার কারণে নষ্ট হওয়া তিন বছর যুক্ত হবে। অর্থাৎ ৩৮ এর কম যাদের বয়স তারা আবেদনের সুযোগ পাবেন। বৈঠক শেষে আন্দোলনকারী প্যানেল প্রত্যাশীরা কান্নায় ভেঙে পরেন।
নদী বন্দর/এসএইচ