1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নতুন চমক নিয়ে বাজারে সিম্ফনির ‘জেড৩০ প্রো’ - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১৩০ বার পঠিত

বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ‘সিম্ফনি জেড৩০ প্রো’। এতে থাকছে চার জিবি র্যাম, ৬৪জিবি রোম সমৃদ্ধ ৫০০০ এমএইচ ব্যাটারি।

সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দু’দিন পর্যন্ত। গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং মিডিয়াটেকের প্রিমিয়াম চিপসেট ফোনটিকে দিচ্ছে ফ্ল্যাগশিপের
তকমা।

‘লিভ লাইক এ প্রো’ স্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১০। ২০:৯
অ্যাসপেক্ট রেশিওর এই হ্যান্ডসেটটিতে আছে ৬ দশমিক ৫২ ইঞ্চি ২ দশমিক ৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে, যার রেজুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।

১ দশমিক ৮ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেকের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫-এর সঙ্গে জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০, যার স্পিড ৬০০ মেগাহার্টজ। ডিডিআর ফোর ভার্সন র্যামের ফলে ফোনটিতে খেলা যাবে হাই রেঞ্জের গেম। এর ৫০০০ এমএইচ নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে ২৮ ঘণ্টা পর্যন্ত কলিং,
৩৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক, ১৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও, ৮ ঘণ্টা ব্রাউজিং এবং ৬ ঘণ্টা পর্যন্ত গেমিং করার
নিশ্চয়তা।

সুন্দর ছবি তোলার জন্য স্মার্টফোনটির পেছনে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি
ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর
ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপারচার ২.০।

সিম্ফনি জেড৩০ প্রো- এর ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো এআই, আলট্রা ভিউইং ওয়াইড অ্যাঙ্গেল, পোট্রেট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মুড, অ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট।

ট্রু এআই ফটোগ্রাফিতে পাওয়া যাবে আরও কিছু স্পেশাল মুড যেমন- ফুড, প্ল্যান্ট, ব্লু স্কাই, নাইট সিন,
ক্যারেকটারস, বিল্ডিং, সান রাইজ এবং সান সেট, ফ্লাওয়ারস, স্নো, ফায়ারওয়ার্কস, অ্যানিম্যাল, আইডি
কার্ড এবং পোট্রেট।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি
সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

স্পেশাল ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার হিসেবে আছে ‘প্যারেন্টাল লক এবং গুগল অ্যাসিসটেন্স
বাটন’। প্যারেন্টাল লকের মাধ্যমে অভিভাবক তার বাচ্চাকে মোবাইলটি দেয়ার পর অন্য
ফোনের মাধ্যমে এই ফোনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেন। মোবাইলে বসে বাচ্চা কী করছে তাও দেখতে পাবেন এবং যেকোনো সফটওয়্যারের টাইম নির্দিষ্ট করে দিতে পারবেন। গুগল অ্যাসিসটেন্স বাটন যাতে এক প্রেসে মুহূর্তেই ওপেন হবে লিমিটলেস গুগল সার্চ! ভয়েস কমান্ডে অটো অ্যাপ ওপেনসহ অ্যাপয়েন্টম্যান্ট সেট, ম্যাপ সার্চ, অ্যালার্ম অথবা রিমাইন্ডার সেটআপ!

এছাড়া আরও অনেক স্পেশাল ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার গুলো হলো- ফেস আনলক, ডিজিটাল
ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, ওয়ান হ্যান্ড মোড, ডার্ক মোড, বেড টাইম মোড, লিফট টু ওয়েক আপ,
কাস্টমাইজেবল নোটিফিকেশন লাইট, স্মার্ট একশন এবং স্মার্ট জেশচার।

সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ইন্ডিগো ব্লু, পার্সিয়ান ব্লু এবং অ্যামাজন গ্রিন কালারে পাওয়া যাচ্ছে
মাত্র ১০ হাজার ৮৯০ টাকায়। এছাড়া এই স্মার্টফোনটির সঙ্গে থাকছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেল অফার।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com