1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইসলামী ব্যাংক সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ কে এম মাহবুব মোরশেদ, সিলেট জোনপ্রধান মুহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীরা অংশ নেন।

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, এজেন্ট স্বত্বাধিকারীরা ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উল্লে­খযোগ্য ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরও বেগবান করতে হবে।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এছাড়া ব্যাংকিংয়ের সব কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরীয়াহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহ্বান জানান।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com