কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট-এ ব্লকে এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুপর ১টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট-এ ব্লকে হঠাৎ করে দু’পক্ষের গোলাগুলি শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নদী বন্দর/এসএইচ