টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৬০ বছর। এদের মধ্যে একজনের নাম সাহেরা খাতুন বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ৩০-৩৫ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর উরসে যাচ্ছিল। পিকআপটি উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, একটি মরদেহ থানায় ও দুটি হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নদী বন্দর/এসএইচ