খাগড়াছড়ির পানছড়িতে ওত পেতে থাকা সন্ত্রাসী হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত রাকিবুল (১৮) উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগর গ্রামের আলী হোসেনের ছেলে এবং পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষে অধ্যয়নরত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। করোনার মহামারির কারণে অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি মোটরসাইকেলে যাত্রী বহন করে পরিবারের জীবিকা নির্বাহ করত রাকিব।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা রাকিবের মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রাকিবের সঙ্গে থাকা পাইয়ংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল জানান, বুধবার (২০ জানুয়ারি) ভোর ৪টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। এ নিয়ে পুলিশ মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে এখনো থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি বলেও তিনি জানান।
নদী বন্দর / পিকে