বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় কোস্টগার্ডের ট্রাক ও পুলিশের টহল পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চারজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পিকআপটি।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- গৌরনদী থানার উপপরিদর্শক আরিফ, সহকারী উপপরিদর্শক আমিনুল এবং কবল রিয়াজ ও রহমান। তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। রাত ৮টার দিকে গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নদী বন্দর / পিকে