মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে বিআইডব্লিউটিএর সাত একর জমি থেকে হোটেল-রেস্টুরেন্টসহ ৫১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএর জায়গায় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছিল বেশ কয়েকজন। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার চিঠি দেওয়া হয়। তবে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে হোটেল-রেস্টুরেন্টসহ ৫১ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, রাস্তার পাশে বিআইডব্লিউটিএর পৌনে এক কিলোমিটার জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ১৪ ফুট জায়গা দখল করে বাড়ির দেওয়াল তৈরি করেছিলেন। সেটিও উচ্ছেদ করা হয়। আজকের মতো অভিযান শেষ। ভেঙে ফেলে জিনিসপত্র সরিয়ে নেওয়া ও আর অবৈধ স্থাপনা তৈরি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাউকে জরিমানা করা হয়নি।
নদী বন্দর/এসএস