1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজশাহীতে সরবরাহের সঙ্গে বেড়েছে মাছের দাম - Nadibandar.com
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১৬৯ বার পঠিত

রাজশাহীতে পুকুরে চাষ করা মাছের চেয়ে নদী খাল-বিলের মাছের সরবরাহ বেশি। তবে দাম অনেকটা বেশি। আর পুকুরের মাছের ক্ষেত্রে আকারভেদে ভিন্নতা রয়েছে দামে। রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে উঠছে খাল-বিল ও নদীর মাছ।

আইড়, কাটা বাতাসি, পবা, বোয়াল, কই, শিংসহ দেশীয় প্রজাতির প্রচুর পরিমাণ মাছের সরবরাহ হচ্ছে আড়তে। চাহিদা থাকায় এসব মাছ নিয়ে হচ্ছে কাড়াকাড়ি। তাই দাম বেশ চড়া, এমনটাই বলছেন ব্যবসায়ী ও আড়তদাররা।

এ ছাড়া পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেল সিলভার কার্পসহ বিভিন্ন ধরনের তাজা মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে আনছেন ব্যবসায়ীরা।

শনিবার মাছের আড়তে পাইকারি বাজারে আইড় মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৬০ টাকা, কাটা বাতাসি ৫৫০ টাকা, পবা ৩৯০ টাকা, বড় বোয়াল ৫৫০ টাকা, পাবদা ৩০০ টাকা, শিং ৩৫০ টাকা, দেশি কই ২০০ টাকা, রুই ২৫০ টাকা, কাতলা ১৭০ টাকা, পাঙাশ ১২০ টাকা, মৃগেল ১৮৫ টাকা, সিলভার কাপ ১৩০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা।

মৎস্যচাষি ও ব্যবসায়ীরা বলেন, হাঁকডাকের মাধ্যমে বেচাকেনার পর স্থানীয় বাজার ও ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এসব তাজা মাছ।

ভোরের আলো ফোটার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রতিদিন মাছ কেনার জন্য ভিড় জমান এখানে। প্রতিদিন ৩০ থেকে ৪০ লাখ টাকার মাছের বেচাকেনা হয় আড়তে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com