উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা ও বৌলাই নদীর পানি। এরই মধ্যে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢলে বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক তলিয়ে জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল করা সড়কে এখন কেবল নৌকাই ভরসা দুর্ভোগে পড়া মানুষদের।
ভোগান্তিতে পড়া নয়ন মিয়া বলেন, সড়ক ডুবে যাওয়ায় আমরা খুব ভোগান্তিতে পড়েছি। সড়ক দিয়ে যান চলাচল করতে পারছে না। এখন নৌকাই কেবল ভরসা।
ভোগান্তিতে পড়া শানু মিয়া বলেন, পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে। স্রোতের বিপরীতে হাঁটা খুব কষ্টের।
ভোগান্তিতে পড়া রিয়াজ মিয়া বলেন, বাসার গুরুত্বপূর্ণ কাজে শহরে যাচ্ছি। এখানে এসে দেখি সড়ক ডুবে গেছে। নিরুপায় হয়ে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে যাচ্ছি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ জেলায় এখনো বন্যার শঙ্কা নেই।
নদী বন্দর/এসএইচবি