ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনায় কুসুম পোদ্দার (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এসময় তার শরীর তল্লাশি করে কোমরের বেল্টে কৌশলে বাঁধা অবস্থায় ২ কোটি মূল্যমানের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক পাচারকারি কুসুম পোদ্দার গাজীপুররের টঙ্গী থানাধীন টঙ্গী ভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন হঠাৎপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকে বিজিবির একটি বিশেষ টহল দল।
এসময় লোকাল বাস থেকে মেনে আসা কুসুম পোদ্দারকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের মধ্যে থেকে চারটি ছোট-বড় স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হন তারা। এছাড়া একটি মোবাইল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২ লাখ টাকা। এ ঘটনায় আটক কুসুম পোদ্দারকে হস্তান্তরসহ নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
নদী বন্দর/এসএইচবি