বান্দরবানে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে পৌরশহরের আর্মিপাড়া, বনানী স-মিল, বালাঘাটা সড়ক, ক্যাচংঘাটা, বাসস্ট্যান্ড, কালাঘাটা এলাকায় ঢুকে পড়েছে পানি। সদর উপজেলার কয়েকশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এদিকে সোমবার (৭ আগস্ট) সকালে বান্দরবানের থানচি-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
বেলা ১১টায় বান্দরবান আবহাওয়া গবেষণা কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চলতি মাসের ১-৬ আগস্ট পর্যন্ত ৬৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও তিন-চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নদী বন্দর/এসএইচবি