1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
২০৩০ সাল পর্যন্ত ইন্টারনেটের ঘাটতি হবে না: মোস্তাফা জব্বার - Nadibandar.com
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে তরুণদের পেশা হিসেবে নেওয়ার সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তরুণদের চাহিদা দ্রুতগতির ইন্টারনেট। বর্তমানে আমরা নিজেরা ইন্টারনেট ব্যবহার করে রপ্তানিও করছি। ২০৩০ সাল পর্যন্ত আমাদের ইন্টারনেটের কোনো ঘাটতি হবে না।’

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে এ কথা বলেন মোস্তাফা জব্বার। নেক্সট ভেঞ্চার প্রেজেন্টস ন্যাশনাল ফ্রিল্যান্সারের কনফারেন্স’ মানের এ আয়োজন উদ্বোধন করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রযুক্তিপণ্য, বিশেষ করে কম্পিউটারের ওপর ভ্যাট-ট্যাক্স শূন্য করে দেওয়ার ফলে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারই দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার জন্য অবকাঠামোসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছে। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি ইউনিয়নে আজ দ্রুতগতির ইন্টারনেট সংযোগ রয়েছে।

তিনি বলেন, তবে আমাদের শিক্ষার্থীদের যোগাযোগদক্ষতা ভালো নয়। শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করার শিক্ষার পাশাপাশি যোগাযোগ ও ইংরেজিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় ফ্রিল্যান্সার সম্মেলনে সারাদেশের সেরা ১৫ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন- মো. মাহফুজুল রহমান, সাবিহা আরেফিন, মো. মামুনুর রাশিদ, শেখ খাদিজা খানম, শাকিল আহমেদ, প্রিয়াঙ্কা গাইন, মো. রেজাউল ইসলাম, বিবি শাওদা, এ আর শ্রাবণ, মার্জিয়া আক্তার, সোয়াইবুল ইসলাম, মাহমুদুল হাসান, ফারজুক আহমেদ, অনিক মাহমুদ ও ফাহিম উল করিম।

ফ্রিল্যান্সার সম্মেলনের আহ্বায়ক ফয়সাল মোস্তফা জানান, ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (এফওবি)’ নামের ফেসবুক গ্রুপ এ সম্মলনের আয়োজন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ফ্রিল্যান্সার এতে অংশ নিচ্ছেন।

রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার এ সম্মেলনে ৫টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। যেগুলোতে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও ইত্যাদি নিয়ে আলোচনা হবে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com