হিলিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালদাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুর বদরগঞ্জ উপজেলার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল (৫০) একই এলাকার সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হিলি বাজার থেকে মোটরসাইকেলের পার্টস কিনে করে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় বোয়ালদাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক পিকআপটি জব্দ করতে পারেনি পুলিশ।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নদী বন্দর / পিকে