ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রাত ২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এতে মাঝ পদ্মায় আটকে থাকা ছোট-বড় ৫টি ফেরি গন্তব্যে রওয়ানা দিয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার (২৫ জানুয়ারি) রাত ১২টার পর থেকে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। রাত ২টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় মাঝ পদ্মায় ৯৮টি ছোট-বড় যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৫টি ফেরি। তবে ঘাট এলাকায় পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিকরা গন্তব্যে রওয়ানা দিয়েছে। যদিও মাঘের তীব্র শীতে নানা দুর্ভোগে রয়েছেন তারা।
নদী বন্দর / জিকে