চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন আর মশার উপদ্রব কমানোর লক্ষে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। এ ছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তার।
পরিচ্ছন্ন নগরী গড়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম সিটির সব সমস্যা সমাধান করবেন নতুন নগরপিতা- এমন প্রত্যাশা সাবেক মেয়র ও নগরবাসীর।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শেষে এভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট। অন্যদিক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ২২ শতাংশ।
ভোটের পরদিন সকাল থেকে ৬০ লাখ মানুষের প্রতিনিধি, নতুন নগরপিতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ।
শুরুতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার উপদ্রব কমানোয় মূল লক্ষ্য বলে জানান নবনির্বাচিত সিটি মেয়র।
এ ছাড়া সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে উল্লেখ করে রেজাউল করিম সন্ত্রাস ও মাদকের বিরদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন তিনি।
নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কথার ফুলঝুড়ি দিয়ে কোনো লাভ হবে না, কাজ করতে হবে আর রাস্তাঘাটের যে সমস্যা আছে তার ওপর মনোযোগ দেওয়া হবে।
এদিকে, নতুন মেয়র অগ্রাধিকার ভিত্তিতে নগরীর সমস্যাগুলো সমাধান করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, এই নগরে যারা বসবাস করে তারা যেন পরিকল্পিত নগর উপহার পান এবং পরিবেশবান্ধব নগর হয় এটাই প্রত্যাশা।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।
নদী বন্দর / পিকে