ঢাকার তাপমাত্রাও বেশ কমে গেছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়াসহ তাপমাত্রা শৈত্যপ্রবাহের সামান্য ওপরে থাকায় ঢাকায় শীতের অনুভূতি বেশ বেড়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে হিমেল হাওয়া ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নদী বন্দর / এমকে