দুই দিনের সফরে সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসছেন। সফরে আমিরের নামে ঢাকার মিরপুরে একটি সড়কের নামকরণ করা হবে।
রোববার (২১ এপ্রিল) কাতারের আমিরের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার একটি সড়কের নামকরণ কাতারের আমিরের নামে করার কার্যক্রম চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।
হাছান মাহমুদ বলেন, ঢাকা সফরকালে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দুটি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।
নদী বন্দর/এসএইচ