উত্তরপশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এবং সংলগ্ন ওডিশা উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত দক্ষিণপশ্চিমে ঝুঁকে রয়েছে। তার প্রভাবে আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিভিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়াও ভারতের ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্য প্রদেশেও বৃষ্টি হবে। বাংলাদেশ ও ওড়িশ্যায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘণ্টা।
এদিকে, আজ দেশের প্রায় অর্ধেক অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার।
ভারতের আবহাওয়া অফিস বলছে, মহারাষ্ট্র উপকূল থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এবং উত্তর প্রদেশের উত্তরপশ্চিমে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে উত্তরপূর্বের রাজ্যগুলিতেও। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
নদী বন্দর/এসএইচবি