টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় দুই শতাধিক পর্যটক।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশ ডুবে যায়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকে যাতায়াতের একমাত্র সড়ক ডুবে যাওয়ায় সোমবার ও মঙ্গলবার বেড়াতে আসা পর্যটকরা সেখানে আটকা পড়েছেন।
নদী বন্দর/এসএইচ