নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে ট্রাকের চাপায় আমির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় দেড় ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিহত আমির হোসেন এলাকার সদর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী আমির হোসেন মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বনপাড়াগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমির।
হয়বতপুর বাজারে একমুখী রাস্তা হওয়ায় এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক সংস্কারের দাবিতে নাটোর-ঢাকা অবরোধ করে বিক্ষোভ করেন।
বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি সংস্কার করে উভয়পাশে চলাচলের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকটির চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
নদী বন্দর / এমকে