1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সংস্কার কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করেছে বিচার বিভাগ: প্রধান বিচারপতি - Nadibandar.com
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
নদীবন্দর,ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে। যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। আজকের সেমিনারটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশ একটি জাতীয় প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চলছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, আজকের এই সেমিনারের সময়সূচি, যা ধারাবাহিকতায় পঞ্চম এবং রাজধানীর বাইরে আয়োজিত চতুর্থ সেমিনার। কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আমাদের মনে রাখা উচিত যে বিচার বিভাগ সেপ্টেম্বর ২০২৪ থেকে এর সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। তদুপরি বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত আমাদের সংস্কার রোডশোগুলো এখন নিজস্ব গতি অর্জন করেছে। দেশের জেলা বিচার বিভাগ এবং বিচারিক ম্যাজিস্ট্রেসি তাদের সংস্কার কার্যক্রমের মালিকানা দাবি করতে আত্মবিশ্বাসী ও ক্ষমতাবান বোধ করছে। এটি তাদের অধিকার। ২০২৫ সালের ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী জেলা আদালত, মেট্রোপলিটন সেশন আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হেল্প লাইন চালু করেছে, যা সুপ্রিম কোর্ট হেল্প লাইনের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, আমাদেরকে সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে। জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ ভূমিকায় সংস্কারক এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের প্রবর্তিত ১২ দফা নির্দেশনার ভিত্তিতে গড়ে উঠেছে, যার লক্ষ্য হলো, জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের জন্য দক্ষ ও দ্রুত সেবা প্রদান করা। ময়মনসিংহ এই সেমিনারের ভূমিকা হবে সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

প্রধান বিচারপতি বলেন, সামনের সপ্তাহ এবং মাসগুলো জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যৌথ প্রচেষ্টা প্রতিষ্ঠানগত স্বায়ত্তশাসন এবং সংস্কারের ভবিষ্যৎ পথকে প্রভাবিত ও পরিচালিত করবে। এই সংস্কার রোডশোগুলো যেভাবে সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে, সেগুলো আপনাদের জন্য উপযুক্ত প্রক্রিয়া এবং চ্যানেলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়বস্তু ও যৌক্তিক ভিত্তি প্রদান করেছে।

ইউএনডিপির উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এতে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ্ মাহবুব।

এ সময় বাণিজ্যিক আদালতের রোডম্যাপ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরিফুল আলম এবং সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনডিপির রোমানা শোয়েগার। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোণা জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

নদীবন্দর/এসএইচ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com